ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি এই প্রতীক সংগ্রহ করেন। এসময় তিনি বলেন, আমি গত কয়েকদিন ধরে ঢাকা-৯ আসনের বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলাম। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানাসহ বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। অধিকাংশই জিজ্ঞেস করতেন, নির্বাচনী মার্কেট কী? তারা কোন মার্কায় ব্যালট পেপারে দেখতে পারবেন এবং যদি আমাকে সমর্থন করতে চান, তবে জানিয়ে দিতেন। এই প্রশ্নের একনিষ্ঠ উত্তর আমি আজ পেয়েছি।
ডা. তাসনিম জারা আরও বলেন, আমি এই নির্বাচনে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে। আগামীকাল থেকে আমরা নির্বাচনী প্রচারণার কর্মসূচি শুরু করব। আমাদের প্রচারণার মূল ভিত্তি হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা, যা আমাদের রাজনীতি। সবাই দোয়া এবং শুভকামনা করলে আমরা আরও উজ্জ্বল পথে এগিয়ে যেতে পারবো বলে তিনি আশা প্রকাশ করেন।

