ঢাবি, ১০ অক্টোবর (জাস্ট নিউজ) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পবিত্র ঈদুল আজহা ও পূজার ছুটি শুরু হবে শুক্রবার থেকে। এবারের ঈদে বিশ্ববিদ্যালয় ২০ দিন বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আশরাফ আলী খান জানিয়েছেন, ৩০ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এ সময় পরিবহন, ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে ২১ অক্টোবর থেকে প্রশাসনিক কার্যক্রম চালু হবে। ৩১ অক্টোবর থেকে যথারীতি ক্লাস শুরু হবে।
এদিকে বন্ধ চলাকালীন সময়ে কোনো বিভাগ ইচ্ছা করলে পরীক্ষা নিতে পারবে। এক্ষেত্রে প্রশাসন থেকে কোনো বাধ্যবাধকতা থাকবে না।
ঈদ ও পূজার ছুটিতে হল ক্যান্টিন বন্ধ থাকবে বলেও জানা গেছে।