সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে এতোদিন ইচ্ছে করলে প্রাইভেসি ফিচারের মাধ্যমে ‘প্রোফাইল সার্চ’ থেকে নিজেকে লুকিয়ে রাখা যেত। এই ব্যবস্থাটি বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক প্রতিবেদনে ফেসবুক কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের তথ্য জানায়।
বৃহস্পতিবার ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুকের সার্চ বারে কারও নাম লিখে সার্চ দিলে বিশেষ একটি সেটিংসের কারণে তাঁকে খুঁজে পাওয়া সম্ভব ছিল না। এ সেটিংসটি সরিয়ে ফেলা হবে। ফলে এখন থেকে ফেসবুকে সার্চ দিলেই ফেসবুক ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
এ প্রসঙ্গে ফেসবুক কর্তৃপক্ষ জানায়, বিশ্বের ১২০ কোটি ব্যবহারকারীর মধ্যে খুব অল্পসংখ্যক মানুষই তাঁদের প্রোফাইল সার্চ থেকে লুকিয়ে রাখতে বিশেষ সেটিংস ব্যবহার করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ফিচারটি প্রয়োজনীয়তা নেই বলে তারা মনে করছে। তবে ফেসবুক ব্যবহারকারীরা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় তাদের পোস্ট, ছবি ও তথ্যাবলী কারা কারা দেখতে পারবেন তা নির্ধারণ করার ফিচার অপরিবর্তিত রাখবে।