খোরশেদ আলম শিমুল, হাটহাজারী, চট্টগ্রাম
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এই অবৈধ সরকার পতন না হওয়া পর্যন্ত যুবদল, ছাত্রদল নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানান বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর। তিনি বলেন, সরকার একতরফাভাবে সংবিধান সংশোধন করেছে। এই সংবিধান সংশোধনের কোনো প্রয়োজন ছিল না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে মতা স্থায়ী করতেই সরকার সংবিধান সংশোধন করেছে। তবে দলীয় সরকারের অধিনে কোনো নির্বাচন বিএনপি নেত্বত্বাধীন ১৮ দলীয় জোট করতে দেবে না। এই জন্য দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে বেগম জিয়া যে কর্মসুচী ঘোষনা দেয় তা পালন করার জন্য আহবান জানান তিনি। গতকাল হাটহাজারী উপজেলা যুবদলের উদ্যোগে যুবদল সভাপতি মোহাম্মদ জাকের হোসেন এর সভাপতিত্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের হাটহাজারী বিশ্ববিদ্যালয়ের সামনে শুক্রবার সকাল ১০ টার দিকে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন। এতে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উল্টর জেলা বিএনপি সহ-সভাপতি আলহাজ্ব মহিন উদ্দিন আহমেদ,অধ্যাপক ইফনুছ চৌধুরী যুগ্ম সম্পাদক সেকান্দার চৌধুরী, মো. সেলিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সোলাইমান মনজু, জেলা জাসাস এর সভাপতি হাসান মুকুল, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক, আরিফুর রহমান, উপজেলা যুবদলের সাধারণ শাহিদুল আজম শাহেদ। এতে বক্তব্যে রাখেন হাটহাজারী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আইয়ুব, যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম, উপজেলা যুবদল নেতা যুবদল নেতা রহিম বাদশা, শাখাওয়াত হোসেন শিমুল, জাহেদ চৌধুরী, আব্দুল মোতালেব মনজু, শাহনেওয়াজ কবির, রবি, নাছিম, মহিউদ্দিন, ইউচুপ আলী, নাজিম উদ্দিন, মোহাম্মদ নাজিম, আবু তালেব তুয়ার, কামাল উদ্দিন, মোর্শেদ তালুকদার, মো. করিম, মোহাম্মদ মুবিন, এমরান চৌধুরী, একরাম উদ্দিন পাভেল, ওসমান হোসেন, মো. জাফর, এরশাদুল আলম, মো. দৌলত শরীফ ও কামাল সিকদার, সালাউদ্দিন, নেজাম, সাইফুল, রকি, সুমন, জয়নাল, রুবেল ওসমান প্রমুখ।
আলোচনা সভা শেষে হাটহাজারী বিশ্ববিদ্যালয়ের সম্মুখ থেকে মিছিলটি বাজার বাসস্টেশন হয়ে হাটহাজারী বিশ্ববিদ্যালয়ের সামনে শেষ হয়।