২৯ অক্টোবর মঙ্গলবার
গুড নিউজ ডেস্ক:
সোমবার জাতীয় সংসদে ‘দুর্নীতি দমন কমিশন আইন-২০১২ পাসের জন্য কার্যবিধিতে দিন ধার্য করা ছিল। কিন্তু বিলটি পাসের জন্য এদিন উত্থাপন করা হয়নি।
সংসদে এ ব্যাপারে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, “দিনের কার্যবিধি অনুযায়ী বিলটি পাসের জন্য উত্থাপন করার কথা থাকলেও মাননীয় কৃষিমন্ত্রীর অনুরোধে স্থগিত করা হল।”
এদিকে দুদকের এ আইনটির নাম ‘দুদক আইন (সংশোধিত)-২০১১’ থাকলেও দীর্ঘসূত্রিতার কারণে পরে এর সাথে ২০১২ যোগ করা হয়। ২০১২ যুক্ত হওয়ার পর ২০১৩-তেও আইনটি পাসে সরকারের আন্তরিকতার অভাব ছিল। কিন্তু শেষ পর্যন্ত আইনটি পাশ হয়নি।
সোমবার সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী জাতীয় সংসদে বিলটি পাসের জন্য উত্থাপন করবেন বলে কার্যবিধিতে জানান হয়েছিল।