মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধারের পর সোনার পরিমাণ ১৫ কেজি বলে জানিয়েছিলেন কাস্টমসের সহকারী কমিশনার মো. শহীদুজ্জামান।
পরে তিনি তথ্য সংশোধন করে বলেন, “তাৎক্ষণিকভাবে বলেছিলাম তো, তাই ভুল হয়েছে। উদ্ধার সোনার ওজন ১১ কেজি ৮৯০ গ্রাম।”
সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে আব্দুর রহিম ও মো. রফিকুল ইসলাম নামে দুজনকে আটক করা হয়েছে বলেও জানান এই শুল্ক কর্মকর্তা।
তিনি বলেন, সন্ধ্যায় ব্যাংকক থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের একটি উড়োজাহাজে ওই সোনা পাওয়া যায়।
“ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে আসা ফ্লাইটটি সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় অবতরণ করে। তল্লাশি চালিয়ে টয়লেটের ভেতরে কালোটেপ মোড়ানো অবস্থায় ১১০পিস সোনার বার পাওয়া যায়।”
শহীদুজ্জামান বলেন, রহিম সকালে ঢাকা থেকে চট্টগ্রাম যান এবং বিকালে চট্টগ্রাম থেকে বিমানে ঢাকায় ফেরেন। রফিকুল আসেন ব্যাংকক থেকে।
“এই দুজনকে টয়লেটে নিজেদের মধ্যে অনেকক্ষণ কর্থাবার্তা বলতে দেখার কথা বিমানের যাত্রীরা জানিয়েছেন,” বলেন শুল্ক কর্মকর্তা।
রিজেন্টের উড়োজাহাজটি জব্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “এই ঘটনায় এয়ারলাইন্সের কর্মীরাও জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।”