হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও সহজ ও আনন্দদায়ক করতে বিভিন্ন ধরনের ফিচার যুক্ত করছে প্রতিষ্ঠানটি। ফেসবুকের মালিকানাধীন এই ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস সম্প্রতি ‘প্রেডিক্টেড আপলোড’ নামে নতুন একটি সুবিধা চালু করেছে।
গেজেটস নাউয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ছবি পাঠানোর ক্ষেত্রে আগের চেয়ে বেশি সুবিধা দেবে প্রেডিক্টেড আপলোড। বিশেষ করে এটা ছবি পাঠানোর প্রক্রিয়াকে আরও সহজ করবে এবং ব্যবহারকারীদের অনেক সময় বাঁচাবে। এতে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ ব্যবহারে আরও বেশি আগ্রহী হবেন বলে মনে করছে কর্তৃপক্ষ।
প্রেডিক্টেড আপলোড ফিচারটি ব্যবহারকারীর যেকোনও ছবি আগে থেকেই সার্ভারে আপলোড করতে সক্ষম। এতে হোয়াটসঅ্যাপ গ্রাহকরা আরও সহজে যে কারও কাছে ছবি পাঠাতে পারবেন।
এছাড়া ছবি পাঠানোর আগে এই ফিচার ব্যবহার করে ছবি এডিটও করা যাবে। বিশেষ করে এডিটের সময় এতে নানা ধরনের ইফেক্ট সংযুক্ত করা যাবে।
প্রেডিক্টেড আপলোড ফিচারটি অ্যান্ড্রয়েড এবং আইওএস গ্রাহকরা ব্যবহার করতে পারবেন।
সূত্র: গেজেটস নাউ