৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত ১০ ওভার শেষে ৩ উইকেটে ৬৭ রান করেছে টাইগাররা। তামিম ৩৪ ও সাকিব ১২ রান নিয়ে ব্যাট করছেন।
রোববার ফ্লোরিডার লডারহিলে টস ভাগ্যে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট। তবে শুরুতেই হোঁচট খায় সফরকারীরা।স্কোরবোর্ডে ৭ রান যোগ হতেই নার্সের শিকার হয়ে ফেরেন ওপেনিংয়ে নামা লিটন দাস (১)। আস্থার প্রতিদান দিতে পারেননি ওয়ানডাউনে নামা মুশফিকুর রহিম। সেই নার্সের স্পিন ভেলকিতে রাসেলকে ক্যাচ প্র্যাকটিস করিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মিস্টার ডিপেন্ডেবল (৪)। শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার আগেই সাজঘরে ফেরত আসেন সৌম্য (১৪)। এতে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
সিরিজ বাঁচানোর গুরুত্বপূর্ণ এ লড়াইয়ে বাংলাদেশ একাদশে এসেছে এক পরিবর্তন।স্পিনার মেহেদী হাসান মিরাজের বদলে এসেছেন বাঁহাতি তরুণ পেসার আবু হায়দার রনি।
এর আগে সেন্ট কিটসে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, নাজমুল ইসলাম, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, ম্যারলন স্যামুয়েলস, দীনেশ রামদিন (উইকেটরক্ষক), কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, আশলে নার্স, স্যামুয়েল বদ্রি, কিমো পল ও কেসরিক উইলিয়ামস।