আগামী ১৪ নভেম্বর রাত ১২টার মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারসামগ্রী নিজ উদ্যোগে অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (৯ নভেম্বর) ইসি সচিবালয়ের যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচারসামগ্রী ও নির্বাচনি ক্যাম্প থাকলে তা ১৪ নভেম্বর রাত ১২টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের অপসারণ করতে হবে।’
এ লক্ষ্যে সিটি করপোরেশন, পৌরসভাসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ৩০০ আসনের জন্য ৬৬ জনকে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে ৫৭৯ জনকে নিয়োগ দিয়েছে কমিশন।
এছাড়া, নির্বাচনের ২১ দিন আগে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশের কথা জানিয়েছে ইসি।