জঙ্গিবাদ নিয়ন্ত্রণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সবাই মিলে সন্ত্রাস-জঙ্গিবাদ রুখতে হবে। জঙ্গিবাদে যারা লিপ্ত তাদের ধর্ম নেই, দেশ নেই। হলি আর্টিজানের পর থেকে আমরা জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রাখছি। তারপরও বিভিন্ন সময় বিভিন্ন তথ্য পাই। এসবের পেছনে কারা সেটাও দেখা হচ্ছে। এটা আন্তর্জাতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে।’
শুক্রবার (২৬ এপ্রিল) গণভবনে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই কথা বলেন। প্রধানমন্ত্রী সাম্প্রতিক ব্রুনাই দারুসসালাম সফর নিয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে হত্যা-জঙ্গিবাদ লেগেই আছে। অগ্নিসন্ত্রাস, প্রকাশ্যে দিবালোকে গ্রেনেড, বোমা হামলা, প্রকাশ্যে গুলি। এগুলো অনেক আগে থেকেই আছে। অগ্নিসন্ত্রাস, নির্বাচন ঠেকানোর নামে ২০১৩, ২০১৪, ২০১৫ সালে এসব হয়েছে। নুসরাতকে আগুনে পুড়িয়ে মারা হলো, এটাও অগ্নিসন্ত্রাস।’