ভারতের আহমেদাবাদের পাঁচতারকা হোটেল হায়েট রিজেন্সিতে তিনটি সেদ্ধ ডিমের দাম রাখা হলো ১ হাজার ৬৭২ রুপি (২ হাজার টাকা)! এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন ভারতীয় সংগীতশিল্পী শেখর রবজিয়ানি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিল শেয়ার করে তিনি লিখেছেন, ‘ডিম তো নয় যেন গলাকাটা খাবার!’
গত ১৪ নভেম্বর রাতে হোটেলের বিলের ছবি তুলে পোস্ট করেন শেখর। তিনি হলেন বলিউডের সংগীত পরিচালক জুটি বিশাল-শেখরের একজন। অনেকে তার টুইটে বিভিন্ন মন্তব্য করেছেন। গায়িকা হর্ষদ্বীপ কৌরের মতে, ‘এত দাম রাখা তো খারাপ ব্যাপার।’ সাধারণ একজন তির্যকভাবে লিখেছেন, ‘মুরগিটি বোধহয় সোনার ডিম পাড়ে!’
কেউ কেউ অবশ্য হোটেলটির পক্ষ নিয়েছেন। তাদের একজনের মন্তব্য, ‘হায়েট রিজেন্সির মতো বিলাসবহুল হোটেলের মেন্যুতে স্পষ্টভাবে খাবারের মূল্য দেওয়া থাকে। সেটি দেখে অর্ডার দিয়ে ডিম খেয়ে বিল পরিশোধ করেছেন। নিশ্চয়ই বকশিশও দিয়েছেন। অথচ এখন প্রচার করে বেড়াচ্ছেন।’
এর আগে ভারতীয় অভিনেতা রাহুল বোস পাঁচতারকা হোটেলে ঠকে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন। এ বছরের জুলাইয়ে তিনি জানান, চণ্ডিগড়ে জেডব্লিউ ম্যারিয়টে তার কাছ থেকে দুটি কলার দাম রাখা হয়েছে ৪৪২ রুপি ৫০ পয়সা।