অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে ফাইনালে উঠার লক্ষ্যে বাংলাদেশকে ২১২ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ডের যুবারা। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে নিয়মিত উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। হোলার গ্রীননাল নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তাদের দলীয় সংগ্রহ দাঁড়ায় ২১১ রান।
টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ শিবিরের অধিনায়ক আকবর হোসেন। সেমি ফাইনালে নিউজিল্যান্ডের যুবাদের শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশের যুবারা। দলীয় ৫ রানের মাথায় সাফল্য পান শামীম হোসেন। এরপর ২৬ ওভারে ৭৪ রানে ৪ উইকেট হারানো দলটির হাল ধরেন নিকোলাস লিডস্টোন ও হোলার গ্রীননাল। লিডস্টোন ৭৪ বলে ব্যক্তিগত ৪৪ রানে শরিফুলের এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হলেও ব্যাট চালাতে থাকেন গ্রীননাল। তবে ৫৫ রানের মাথায় তার আকাশে ভাসানো ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন মুরাদ হাসান।
গ্রীননাল একপাশে হাল ধরে থাকলেও অন্যপাশ থেকে একে একে উইকেট শিকার করতে থাকে বাংলাদেশের বোলাররা। নিউজিল্যান্ডের কোন ব্যাটসম্যানকেই দাঁড়াতে দেয়নি শরিফুল-শামীম-মুরাদরা। বল হাতে শরিফুল ইসলাম ৩ উইকেট, শামীম হোসেন ২ উইকেট ও হাসান মুরাদ নেন ২টি উইকেট।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে জিম্বাবুয়েকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের প্রত্যয়ের ইঙ্গিত দেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও স্কটল্যান্ডকে ৮৯ রানে হারায় যুব টাইগাররা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেমির টিকেট পায় বাংলাদেশ।