টেস্ট ও ওয়ানডে সিরিজের দাপটে পারফরম্যান্সের পর জিম্বাবুয়ের বিপক্ষে এবার টি-টোয়েন্টি সিরিজেও দাপট দেখালো টাইগার বাহিনী । দুই নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসের দারুণ সূচনার পর নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২০০ রান।
এদিকে শুরু থেকেই দাপটে ব্যাটিং করছেন ওয়ানডের সর্বোচ্চ রানধারী লিটন দাস। ৩টি ছক্কা ও ৪টি চারের মাধ্যমে হাঁকিয়েছেন অর্ধশতক। সিকান্দার রাজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়ার আগে ৩৯ বলে ৫৯ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। যেখানে ছিলো ৫টি চার ও ৩টি ছক্কার মার। এরপর সৌম্য সরকার ও মুশফিকুর রহিমের জুটিও সমান তালেই এগিয়ে যেতে থাকে। তবে দলীয় ১৪৬ রানের মাথায় এমপোফুর বলে ভুল শটে উইলিয়ামসের হাতে ক্যাচ বন্দি হয়ে সাজঘরে ফেরেন মুশফিক। তার ব্যাট থেকে ৮ বলে আসে ১৭ রান। যার মধ্যে ছিলো ২টি ছক্কা।
বিয়ের পর মাঠে ফিরেই নিজের ব্যাটে ঝলকানি দেখালেন সৌম্য সরকার। ৩০ বলে পূর্ণ করেন ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। এরপর পরপর দুই বলে দুই ছক্কা হাকিয়ে ৩২ বলে অপরাজিত থেকে খেলেন ক্যারিয়ার সেরা ৬২ রানের দুর্দান্ত ইনিংস। যার মধ্যে ৫টি ছক্কা ও ৪টি চারের মার ছিলো। অন্যপ্রান্তে ৯ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।