বিশ্বজুড়ে চলছে করোনা ভাইরাসের মহামারী ঠেকানোর লড়াই। ভারতেও করোনা ভাইরাসের বিস্তার রোধে চলছে লকডাউন। লকডাউন আর করোনা থেকে বাঁচার লড়াইয়ে বন্ধ রয়েছে সকল ধরণের শুটিং। এমন অবস্থায়ও থেমে নেই সালমান খান।
সালমান খান বলেন, পনেরো বছর বয়স থেকেই কাজ শুরু করেছি আমি। কেরিয়ারের প্রথম দিকে ছবি ফ্লপ করেছিল। কিন্তু ফ্লপ করা সত্ত্বেও কাজ করা থামাইনি। কাজ করেই চলছি। সেই ট্র্যাডিশন এখনও চলছে।
জানা যায়, পরিবারের লোকজন ছাড়াও সালমানের ফার্মহাউসে রয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ, মডেল ওয়ালুশা এবং তার কথিত গার্লফ্রেন্ড ইউলিয়া ভন্তুর।
সালমান খান বলেন, ‘মা, বোন অর্পিতা সবার সঙ্গেই কিছু সময় কাটাতে চেয়েছিলাম। এখন যদিও অর্পিতা তার সন্তানদের নিয়ে মুম্বাই আছে। আর আমি লকডাউন ওঠার অপেক্ষায় দিন কাটাচ্ছি।’




















