ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ৯২ হাজার টাকার জাল নোট জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-১০। শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে জাল নোটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো— মো. মিরাজ সরদার (৩৮), মো. সুমন (৩৫) ও মো. নুর জামাল (৩৪)। এসময় তাদের নিকট থেকে ১ হাজার টাকা সমমূল্যের ৪৭টি জাল নোট, পাঁচশো টাকা সমমূল্যের ৯০টি জাল নোট ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘তারা বেশ কিছুদিন ধরে দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন ব্যস্ততম এলাকায় জাল টাকা সরবরাহ করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল।’