সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের কাসেমপুর সর্দার পাড়া গ্রামে শুক্রবার বেলা পৌনে একটার দিকে ঘটে যায় একটি দুঃখজনক ঘটনা। বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোর পানি দিয়ে এক শিশুকে জোরপূর্বক চুবিয়ে হত্যা করেছে। নিহত শিশুটি হলো মুরছালিন (১১), যিনি ওই এলাকার মোঃ রাজু আহমেদর ছেলে। নিহতের পরিবারের অভিযোগ, শিশুটি গোসল করতে যেতে চাইছিল, কিন্তু তখন শাওন নামে ওই কিশোর তাকে আর সময় দেওয়ার জন্য অনুরোধ জানায়। কিন্তু কিছুক্ষণ পর, শাওন শিশুটিকে জোরপূর্বক পানিতে চেপে ধরে, ফলে শিশুটি মারা যায়। পরে স্থানীয় লোকজন ঘটনা দেখতে পেয়ে প্রতিবন্ধী কিশোর শাওন ও তার মা নাজমা আক্তারকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম জানিয়েছেন, ধারণা করা হচ্ছে শিশুটিকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ আহত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। ঘটনাস্থলে স্থানীয় ও থানায় উপস্থিত সবাই দুঃখ প্রকাশ করছে ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটার জন্য প্রশাসনের তৎপরতা চালানো হচ্ছে।