নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় এজ্জা গ্রামে এক ভয়াবহ জ্বালানি ট্যাংকারের বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যেখানে কমপক্ষে ৩৮ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের মতে, এই দুর্ঘটনাটি কাচা-আগাই সড়কে ঘটেছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
প্রতিবেদনে জানানো হয়, জ্বালানিবাহী এই ট্যাংকারটি উল্টে যাওয়ার পর অনেক স্থানীয় মানুষ রাস্তায় পড়ে থাকা জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন। ঠিক সেই সময়ে ট্যাংকারে অগ্নিকাণ্ড ঘটে, আর এরই ফলে বিস্ফোরণ হয়। এতে অনেকের জীবন ঝুঁকিতে পড়ে।
নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাংকার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ জানিয়েছেন, অধিকাংশ নিহত ব্যক্তিই বিস্ফোরণের আগে ট্যাংকার থেকে তেল সংগ্রহ করছিলেন।
ফেডারেল রোড সেফটি কর্পোরেশনের (এফআরএসসি) নাইজার শাখার কমান্ডার হাজিয়া আইশাতু সাদু বলেন, এখন এই দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এই মারাত্মক দুর্ঘটনায় ওই গুরুত্বপূর্ণ সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে, পাশাপাশি সড়কের অবস্থাও খুব খারাপ।
উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার এই দেশটিতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ ও সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা বলে পরিচিত। প্রায়শই সড়কের খারাপ অবস্থা ও দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে এমন দুর্ঘটনাগুলো ঘটে থাকে।