দাকোপ থানার অস্ত্র মামলায় এক আসামিকে দু’টি ধারা দিয়ে ২১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার খুলনা জেলা ও আদালত জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজি এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন বাগেরহাট জেলার রামপাল থানার কৈগরদাসকাঠি গ্রামের মৃত ইলিয়াস শেখের ছেলে ৪০ বছর বয়সী কবির শেখ। রায় সময় তিনি আদালতে নিজ উপস্থিতিতে সাক্ষ্য দেন।
 
			 
		    






















