নতুন কিছু নয় কণ্ঠশিল্পীদের গিনেস বুকে নাম ওঠা। তবে এবার বলিউডের জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছল তার এই সম্মান অর্জন করেছেন অন্য রকম এক কারণে। তিনি ৩,৮০০ দুঃস্থ শিশুর হার্ট সার্জারির খরচ বহন করে জীবনযাত্রায় আলো এনেছেন, যা তার নাম গিনেস ও লিমকা বুক অফ রেকর্ডে স্থান করে দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ছোট থেকেই মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন পলক। তার নিজস্ব স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তিনি এই শিশুগুলোর হৃদরোগের চিকিৎসা সম্পন্ন করেছেন। এই অবদানই তাকে পৌঁছে দিয়েছে গিনেস বুকে।
‘পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন’ নামে এই স্বেচ্ছাসেবী সংস্থা ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম দিকে খুবই ছোট আকারে শুরু হলেও তা এখনো ব্যাপক আকারে চলমান, যা ইতিমধ্যে এক শিশুর জীবন বাঁচিয়েছে। পলকের মতে, এখন এটি তার জীবনের সবচেয়ে বড় মিশনে পরিণত হয়েছে। তিনি বলেন, ‘আমি আমার সব কনসার্ট এই শিশুগুলির হার্ট সার্জারির জন্য অর্থ সংগ্রহের জন্য করি। যারা অর্থের যোগান দিতে পারেন না, তাদের জন্যই এই সংগঠন পরিচালনা করি।’
প্রথমে যখন ৭-৮ বছর বয়সে নিজেকে মানবসেবায় নিয়োজিত করলেন, তখন থেকেই দুস্থ শিশুদের কষ্ট অনুভব করে সাহায্যের হাত বাড়িয়ে দিতে শুরু করেন পলক। তার এই পথচলা শুরু হয় কার্গিল যুদ্ধের আহত জওয়ানদের চিকিৎসার জন্য গান গেয়ে ২৫ হাজার টাকা সংগ্রহের মাধ্যমে। আজ তার সেই অমূল্য শ্রম যথার্থ স্বীকৃতি পেয়ে গর্বিত করেছেন পুরো বিশ্বকে।


















