রাজধানীর খিলগাঁওয়ের ঝিলপাড় এলাকার নিজ বাসায় মো. সিফাত আহমেদ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তার পরিবার অভিযোগ করেছেন। এই ঘটনা ঘটে শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৭টার দিকে ১৪৬০/এ বাসার ৮ম তলার এক কক্ষে। পরে অচেতন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সিফাত খিলগাঁওয়ের ঝিলপাড় এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে। তিনি খিলগাঁও মডেল কলেজের কমার্স বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
মৃতের চাচাতো ভাই মো. ওসমান জানান, সিফাত পরিবারের তিন ভাইয়ের মধ্যে সবার বড়। ঘটনার দিন সন্ধ্যায় মোবাইলে অনলাইনে অংক শিখছিল তার ছোট বোন ওয়াফা। তখন সিফাত জেদ ধরে মোবাইলটি ব্যবহার করতে চেয়েছিল, যা নিয়ে ভাই-বোনের মধ্যে ঝগড়া হয়। পরে তাদের মা এসে বলেন, ‘তোর বোন এখন অনলাইনে অংক শিখছে, তুই পরে মোবাইল নাবি।’ এই কথার প্রেক্ষিতে সিফাত নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ঝুলে পড়ে। পাশের ফ্ল্যাটের প্রতিবেশীরা বিষয়টি দেখতে পেয়ে আমাদের জানায়। দ্রুত আমরা বাসার দরজা ভেঙে সিফাতের অচেতন দেহ উদ্ধার করি এবং প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, চিকিৎসকের বরাত দিয়ে বলছি, সিফাতের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানাকে অবহিত করা হয়েছে।




















