রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বামনডাঙ্গা এলাকার আদর্শ যুব সংঘের উদ্যোগে আয়োজিত আট দলীয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া রোববার বিকেলে বামনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনালের ম্যাচে মুখোমুখি হয় রূপসার কাজদিয়া শহীদ মনসুর স্মৃতি সংসদ এবং মৌলাহাটের মানিক স্মৃতি একাদশ। প্রথম থেকেই আক্রমণাত্মক খেলে শহীদ মনসুর স্মৃতি সংসদ দলের খেলোয়াড়রা আধিপত্য বিস্তার করে। খেলায় ৪ মিনিটের মধ্যে ৭ নম্বর জার্সিধারী মিরাজ এবং ১০ নম্বর জার্সিধারী লিপু পরপর দুটি গোল করে দলকে এগিয়ে নেন। এরপর মানিক স্মৃতি একাদশের ১১ নম্বর জার্সিধারী শহিদুল এক গোল পরিশোধ করেন। খেলায় উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে, তবে নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো দল গোল করতে সক্ষম হয়নি। শেষ পর্যন্ত ২-১ গোলে জয়লাভ করে শহীদ মনসুর স্মৃতি সংসদ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হিসেবে ট্রফি জয় করেন। খেলাটি পরিচালনা করেন রেফারি শেখ কামাল হোসেন, সাইফুল ইসলাম ও মুক্তার হোসেন মিঠু। ধারাভাষ্য দেন মুস্তাহিদুর রহমান মুক্ত। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল কবীর সজল, উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতાઉর রহমান রুনু, জেলা বিএনপি’র সদস্য শেখ আঃ রশিদ, আরিফুর রহমান, শেখ আনিসুর রহমান ও মোল্লা রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর (চাইনিজ) ও সাবেক মেরিন অফিসার ক্যাপ্টেন শেখ আবুল মাসুম। সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপি নেতা মোঃ হালিম মোল্যার, এবং যৌথ পরিচালনায় ছিলেন বিএনপি নেতা মোল্লা দুরুল হুদা ও মোঃ রেজাউল্লাহ সরদার। বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’গের যুগ্ম-আহবায়ক হুমায়ূন কবীর, ঘাটভোগ ইউনিয়ন সার্চ কমিটির সদস্য এস এম আঃ মালেক, মিকাইল বিশ্বাস, সাইফুল ইসলাম পাইক, বীর মুক্তিযোদ্ধা মুজিবর শেখ, মোস্তাফা শেখ, জিন্নাত শেখ, আরিফ মোল্যা, আবুল কাশেম কালা, মহিতোষ ভট্টাচার্যসহ আরো অনেকেই। অনুষ্ঠানের শেষ দিকে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়ায় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়।


















