দেশের দুগ্ধশিল্পে বিশেষ অবদান রাখা খাঁটি খামারিদের সম্মাননা দেওয়ার উদ্যোগ শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় তরল দুধ ব্র্যান্ড ‘প্রাণ দুধ’। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর গুলশানের এমসিসিআই সম্মেলন কেন্দ্রে উদ্বোধন করা হয়েছে ‘প্রাণ দুধ–খাঁটি খামারি সম্মাননা ২০২৬’ ক্যাম্পেইন।
ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো দুগ্ধশিল্পের উন্নয়নে নিরলসভাবে কাজ করা খাঁটি খামারিদের সম্মানিত করা ও তাদের অনুপ্রেরণামূলক গল্পগুলো তুলে ধরে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে দুগ্ধখামারি পেশায় আগ্রহী করে তোলা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা সম্মাননা স্মারক উন্মোচন করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে প্রাণ ডেইরীর দেশের বিভিন্ন অঞ্চলে থাকা ১২৪টি গ্রামীণ দুধ সংগ্রহ কেন্দ্র (ভিএমসিসি) থেকে স্পট রেজিস্ট্রেশন শুরু হবে। এখানে প্রাণ ডেইরীর তালিকাভুক্ত প্রায় ১৬ হাজার খামারি অংশ নিয়ে রেজিস্ট্রেশন ফর্মে প্রয়োজনীয় তথ্য জমা প্রদান করবেন। অংশগ্রহণকারীদের তথ্য যাচাই-বাছাই করে পরে একটি বিশেষ জুরিবোর্ড গঠন করা হবে, যাতে সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা থাকবেন।
জুরিবোর্ড প্রতিদ্বন্দ্বীর তথ্য-বিবরণী যাচাই করে প্রথমে ১০ জন ‘খাঁটি খামারি’ বাছাই করবে। চূড়ান্ত নির্বাচনে জুরিবোর্ডের দেওয়া নম্বর ও ভোক্তাদের ভোটের সমন্বয়ে সেরা তিন খামারিকে চিহ্নিত করা হবে। বিজয়ীদের জন্য থাকবে সম্মাননা স্মারক এবং লক্ষ টাকার সমমূল্যের পুরস্কার; বাছাইয়ে স্থান করা বাকি সাতজনকেও বিশেষ সম্মাননা দেওয়া হবে।
ইলিয়াছ মৃধা অনুষ্ঠানে বলেন, “এই উদ্যোগের মাধ্যমে যারা দুগ্ধশিল্পের বিকাশে অগ্রণী ভূমিকা রেখেছেন তাদের সম্মানিত ও অনুপ্রাণিত করাই আমাদের প্রধান লক্ষ্য। তাদের জীবন সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরে অন্যদেরও গাভি পালনে আগ্রহী করা হবে। পাশাপাশি ভোক্তাদের কাছে নিরাপদ ও মানসম্মত দুধ পৌঁছে দেওয়ার আমাদের অঙ্গীকারও এই উদ্যোগের মাধ্যমে পরিষ্কারভাবে তুলে ধরা হবে।”
প্রাণ ডেইরীর চিফ অপারেটিং অফিসার মাকসুদুর রহমান জানান, “দুই দশকেরও বেশি সময় ধরে প্রাণ দুধ দেশের অসংখ্য খেটে খাওয়া খামারিদের পাশে থেকে ন্যায্য মূল্য, প্রশিক্ষণ ও ভেটেরিনারি সহায়তা দিয়েছে। এর ফলে অনেক খামারির জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এসেছে।”
উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণের সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. আলী হাসান, প্রাণ ডেইরীর হেড অব মার্কেটিং সৈয়দ মুস্তায়িন কাদের, ব্র্যান্ড ম্যানেজার ফজলে এলাহি নাঈমসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

