খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের প্রার্থী ও বাংলাদেশ জামায়েত ইসলামীর জেলা সেক্রেটারি গোলাম পরওয়ার বলেছেন, দুর্নীতিমুক্ত দেশের নির্মাণে জনসাধারণের ভোটই পরিবর্তন আনতে পারে। তিনি বলেন, নাগরিকরা দাঁড়িপাল্লা প্রতীককে ভোট দিয়ে একজন সৎ শাসককে ক্ষমতায় বসাবেন—তাহলেই দেশ থেকে দুর্নীতি, বৈষম্য ও হিংসা নির্মূল হবে এবং ন্যায় ও ইনসাফের প্রতিষ্ঠা হবে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া ওয়ার্ডে আয়োজিত উঠান বৈঠক ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেছিলেন, ক্ষমতায় থাকা কোনো দলের স্বার্থ অনুসরনে রাষ্ট্র পরিচালিত হবে না; সেখানে আর দাঙ্গা-হিংসা, মারামারি বা অর্থনৈতিক লুটপাট থাকবে না। বিগত সরকার চালিত সময়ে দেশের অর্থপাচার ও লুটপাট ব্যাপকভাবে হয়েছে বলে তিনি অভিযোগ করেন এবং বলেন, এখনই দুর্নীতিবাজদের বিরুদ্ধে রূপান্তর ঘটানোর সময় এসেছে।
গোলাম পরওয়ার আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও জনজাগরণের মাধ্যমে দেশে অযাচিত শাসন ব্যবস্থা বিড়ম্বনা থেকে মুক্তি পেয়েছে এবং নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিয়ে জামায়েত ইসলামীকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি। ক্ষমতায় এলে প্রত্যন্ত ও অবহেলিত এলাকাগুলোর গ্রামের অবকাঠামো — রাস্তাঘাট, স্কুল-কলেজ এবং ধর্মীয় প্রতিষ্ঠানে প্রয়োজনীয় উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে বক্তব্যে আশ্বাস দেন তিনি।
সভায় কুলবাড়িয়া ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ কামরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মঈনুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোক্তার হোসেন, মাওলানা মতিউর রহমান হাফেজ মইনুদ্দিন, শেখ রুহুল আমিন, রাজিকুল ইসলাম, শেখ জাহাঙ্গীর হোসেন, বাবলুর রহমান ফকির বাতি, আব্দুস সোবহান ও রবিউল ইসলাম রবি প্রমুখ।
তিনি একই দিনে মঠবাড়িয়া, চুকনগর আবাসন প্রকল্প এলাকা, গোবিন্দকাটি, কাঁঠালতলাসহ বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যও রাখেন।

