খুলনা সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১১তম সভা গতকাল বুধবার নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রশাসক মোঃ মোখতার আহমেদ। কেসিসি’র কার্যক্রম পরিচালনার জন্য এই কমিটি স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫(ক)(২) মোতাবেক স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত বলে সভায় জানানো হয়।
সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। ওয়াসা কর্তৃক স্যুয়ারেজ লাইন স্থাপনের ফলে নগরীর রাস্তা খনন কাজকে আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ পর্যন্ত, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয় এবং খননকৃত রাস্তার মেরামতের জটিলতা নিরসনের জন্য স্থানীয় সরকার বিভাগের সঙ্গে উভয় সংস্থার সংশ্লিষ্ট প্রতিনিধি উপস্থিত রেখে আলোচনা করার অনুরোধ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
দুদকের তদন্তাধীন সাতটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কিত বিল পরিশোধ বিষয়ে দুদকের মতামত গ্রহনের সিদ্ধান্ত নির্বাহী কর্তৃপক্ষ নেয়। এছাড়া অন্তর্বর্তীকালীন পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের জামানতের অর্থ পরিশোধ করার অনুমোদন দেয়া হয়।
কেডিএ কর্তৃক নির্মাণাধীন সড়কে (খুলনা বিশ্ববিদ্যালয় থেকে রায়েরমহল পর্যন্ত) কেসিসি’র মালিকানাধীন জমি ব্যবহারের বিষয়ে অনাপত্তি না দেয়ার সিদ্ধান্ত হয়েছে। রূপসা ঘাট নিয়ে বিআইডব্লিউটিএ’র সঙ্গে চলমান মামলার কারণে ঘাটের পন্টুন মেরামত নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আইন উপদেষ্টার মাধ্যমে আদালতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথাও বলা হয়েছে।
মশক নিধনে বিমান বাহিনী কল্যাণ ট্রাস্ট থেকে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ অনুসরণ করে জিটুজি পদ্ধতিতে ২ হাজার লিটার এডাল্টিসাইড ও ২ হাজার লিটার লার্ভিসাইড ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়। নগর ভবনের প্রবেশ পথের পশ্চিম পাশে খুলনা সিটি এরিয়ার ম্যাপ স্থাপন, অন্যান্য সিটি কর্পোরেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে কেসিসি’র বিভিন্ন আবেদন ফরমের মূল্য সমন্বয় এবং কেসিসি পেট্রোল পাম্পকে অটোমেশনের আওতায় আনার সিদ্ধান্তও সভায় গৃহীত হয়।
মিস্ত্রিপাড়া বাজারের বাতিলকৃত ১৪টি মাছ পট্টির বরাদ্দের বিরুদ্ধে জমাকৃত সেলামীর অর্থ ফেরত প্রদান করার এবং নতুনভাবে বরাদ্দ প্রদানের উদ্যোগ নেয়ার সিদ্ধান্তও নেয়া হয়েছে। সর্বশেষ, কেসিসি’র ১১টি শূন্য পদে জনবল নিয়োগে লিখিত পরীক্ষা গ্রহণের জন্য ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় এবং মৌখিক পরীক্ষার জন্য প্রতিনিধি প্রদানের অনুরোধ জানিয়ে মন্ত্রণালয়ে পত্র প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় কেসিসি’র সচিব আরিফুল ইসলাম সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান। এছাড়া কেএমপি, খুলনা ওয়াসা, কেডিএ, সড়ক ও জনপথ, এলজিইডি, বিভাগীয় স্বাস্থ্য, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বিআইডব্লিউটিএ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কার্যালয় এবং ওয়ার্ডের সক্ষম কর্মকর্তাগণ সভায় অংশ নেন।
সভায় আরও জানা যায় যে প্রশাসক মোঃ মোখতার আহমেদ সভাপতি হিসেবে উপস্থিত অতিথিদের হাতে নতুন বছরের জন্য কেসিসি কর্তৃক প্রস্তুতকৃত ডায়েরী হস্তান্তর করেন।

