জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘‘একটি দল নির্বিচারের মতো সারা দেশে মামলা দিয়ে, মামলা-বাণিজ্য করে ও প্রতারণা চালাচ্ছে। তারা ৩১ দফার প্রতিশ্রুতিতেও মানুষকে প্রতারিত করছে; কেউ মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হবেন না।’’
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে আয়োজিত নির্বাচনী পথসভায় এসব অভিযোগ করেন নাহিদ ইসলাম। এই জনসভা মৌলভীবাজার-৪ আসনে ১১ দলীয় জোট মনোনীত এনসিপি প্রার্থী প্রীতম দাশের পক্ষে অনুষ্ঠিত হয়।
নাহিদ ইসলাম আরও বলেন, ‘‘৫ আগস্টের পর বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে। ৫ আগস্টের আগে যে অন্ধকার সময়ের পরিণতি আমরা দেখেছি, আমরা আর তা চাই না। আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করা হবে; যারা অবিচার করেননি তাদের হয়রানি করা হবে না।’’
তিনি দাবি করেন, ‘‘আমরা দেখেছি—এক দল সারা দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। জামায়াতে ইসলামীর একজন উপজেলা সেক্রেটারি হত্যা করা হয়েছে। ১১ দলীয় জোট এই সংরূপ সহিংসতা সহ্য করবে না; জনগণ নির্বাচনের মাধ্যমে এর জবাব দেবে।’’
নাহিদ ইসলাম নির্বাচন কমিশন ও প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, ‘‘নির্বাচন কমিশন ও প্রশাসন নিরপেক্ষ ভূমিকায় নেই। তাদের নিরপেক্ষ হতে হবে, নয়তো ১১ দলীয় জোট এটি মেনে নিবে না।’’
তিনি জোটের প্রতিশ্রুতিগুলোর মধ্যে উল্লেখ করেন, নির্বাচিত হলে ১১ দলীয় জোট শিক্ষা, স্বাস্থ্য ও তরুণদের কর্মসংস্থান শক্তিশালী করার জন্য কাজ করবে।
আহ্বায়ক বলেন, ‘‘আমরা এই আসনে প্রীতম দাশকে মনোনীত করেছি। আমরা মৌলভীবাজারের চার আসনকে বিশেষ গুরুত্ব দিচ্ছি। প্রীতম দাশ চা-শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ের সংগ্রামে জেলও কেটেছেন; তিনি ফ্যাসিস্ট শাসনামলে কারাবাসভোগ করেছেন।’’
নাহিদ ইসলাম শেষ করে বলেন, ‘‘১১ দলীয় জোট ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়বে; সবাই একসাথে কাজ করবে। আমরা চাই না চাঁদাবাজি ও সন্ত্রাসের হাতে আবার ক্ষমতা দিয়ে দেওয়া হোক বা নতুন কোনো স্বৈরাচারের উত্থান ঘটুক। আমরা মানুষের সুখ-দুঃখে পাশে থাকবো। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফল আমাদের হবেই, ইনশা আল্লাহ। মৌলভীবাজার-৪ থেকে এনসিপির যাত্রা আমরা আজ শুরু করলাম।’’
এ নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মৌলভীবাজার-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী প্রীতম দাশসহ অন্যান্য স্থানীয় নেতা-কর্মীরা।

