কাঞ্চন কুমার, কুষ্টিয়া থেকে।
বাসে আগুন, সড়কে গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা, আর হরতাল সমর্থকদের মৃদু পিকেটিংয়ের মধ্য দিয়ে কুষ্টিয়ায় পালিত হচ্ছে ১৮ দলের ৬০ ঘণ্টার হরতাল। তবে হরতালে সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১৫ হরতাল সমর্থককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকায় সকাল সাড়ে নয়টার দিকে সড়কে আগুন জালিয়ে ব্যারিকেট দেবার সময় পাঁচ পিকেটারকে আটক করে পুলিশ। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালত বসিয়ে তিনজনকে এক বছর ও দুইজনকে ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম জামাল আহমেদ জানিয়েছেন, সড়কে আগুন জালিয়ে প্রতিবন্ধকতা ও দাঙ্গার দায়ে ১৪৭ ধারায় তাদের কারাদণ্ড দেয়া হয়েছে। পরে তাদের কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়।
ভোর ৬টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা রেল স্টেশন এলাকায় একটি পার্কিংরত বাসে আগুন জ্বালায় হরতাল সমর্থকরা। এছাড়া হরতালের সমর্থনে শহরে বিএনপি বিােভ মিছিল করেছে।
এদিকে শহরে যেকোন নাশকতা এড়াতে পুলিশ-র্যাবের পাশপাশি ৩ প্লাটুন (৬০ জন) বিজিবি সদস্য টহল দিচ্ছে।