বলিউডের সর্বকালের সেরা ব্যবসাসফল সিনেমার তালিকায় নাম লেখানোর পর ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র রেকর্ড ভাঙার পথে আছে ‘বাজিরাও মাস্তানি’। ওদিকে ‘দিলওয়ালে’র যাত্রা এখন অন্তের পথে।
ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইন্ডিয়া বলছে, মুক্তির পঞ্চম সপ্তাহে দিপিকা পাড়ুকোন এবং রানভির সিং অভিনীত ‘বাজিরাও মাস্তানি’র সংগ্রহ ভারতের বাজারে ১৮৪ কোটি ১৬ লাখ রুপি। এখনও প্রেক্ষাগৃহ সরগরম রেখেছে সিনেমাটি।
সর্বকালের সর্বোচ্চ আয়ের হিন্দি সিনেমার তালিকায় এখন ‘বাজিরাও মাস্তানি’র অবস্থান ১২ নম্বরে। ২০১৫ সালের তৃতীয় ব্যবসাসফল সিনেমা এটি।
সঞ্জয় লিলা বানসালি পরিচালিত এই সিনেমাটি এখন ২০১২ সালে মুক্তি পাওয়া সুপারহিট সিনেমা ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র রেকর্ড ভাঙার পথে আছে। দিপিকা পাড়ুকোন ও রানবির কাপুর অভিনীত সিনেমাটি ১৮৮ কোটি ৫৭ লাখ রুপি আয় করে।
ওদিকে শুরুর দিকে প্রচুর দর্শক সমাগম থাকলেও ‘দিলওয়ালে’র আয় কমতে কমতে প্রায় থেমে এসেছে। ‘বাজিরাও মাস্তানি’র সঙ্গে একই দিনে মুক্তি পাওয়া শাহরুখ খান-কাজল অভিনীত এই সিনেমাটি এখন পর্যন্ত ভারতের বাজারে ১৫০ কোটির মাত্রা অতিক্রম করতে পারেনি। পঞ্চম সপ্তাহে এসে ‘দিলওয়ালে’ আয় করেছে ১৪৮ কোটি ৭২ লাখ রুপি।
তারপরও ২০১৫ সালের সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার তালিকায় চতুর্থ অবস্থানে থাকবে ‘দিলওয়ালে’।