ঈদযাত্রার তৃতীয় দিন আজ রোববারও ট্রেনের শিডিউলে ভয়াবহ বিপর্যয় দেখা গেছে।
সকালে বেশ কয়েকটি ট্রেন ছেড়ে গেছে কমলাপুর স্টেশন থেকে।
এর মধ্যে বেশিরভাগ ট্রেনই এক থেকে দুই ঘণ্টা দেরিতে ছেড়েছে। কয়েকটি ট্রেন অবশ্য সময়মতোই ছেড়ে গেছে।
নির্দিষ্ট শিডিউল থাকলেও এখনও অনেক ট্রেন স্টেশনে পৌঁছায়নি।
কমলাপুর স্টেশনে গিয়ে দেখা গেছে, অন্য দুদিনের চেয়ে আজ যাত্রীর সংখ্যা বেশি। যারা টিকিটে আসন পাননি, তারা ট্রেনের বগির ভেতরে দাঁড়িয়ে যাচ্ছেন অথবা উঠে পড়ছেন ছাদে।
জানা গেছে, নীলফামারীর চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস সকাল সাড়ে ৮টায় ছাড়ার কথা থাকলেও ১০টা পর্যন্ত স্টেশনে দাঁড়ানো ছিল।
রংপুর এক্সপ্রেস সকাল ৯টা ৩৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সোয়া ১০টা পর্যন্ত সেটি স্টেশনেই প্রবেশ করেনি।
এর আগে দিনের প্রথম আন্তঃনগর ট্রেন রাজশাহী অভিমুখী ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় কমলাপুর ছাড়ার কথা থাকলেও সেটি ছেড়ে যায় দেড় ঘণ্টা দেরিতে।
খুলনা অভিমুখী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি ছেড়ে গেছে সকাল ৮টা ৫০ মিনিটে।
অন্যদিকে লালমনিরহাটগামী ঈদ স্পেশাল ট্রেনটি সকাল সোয়া ৯টায় কমলাপুর ছাড়ার কথা থাকলেও সেটি সোয়া ১০টা পর্যন্ত স্টেশনে আসেনি।
যথারীতি এক ঘণ্টা থেকে পৌনে দুই ঘণ্টা দেরি করেছে রংপুর এক্সপ্রেস ও দিনাজপুর অভিমুখী একতা এক্সপ্রেস।