অর্থ নিয়ে জটিলতার কারণে নতুন করে সংকটে পড়েছে রায়ানএয়ার। বৃহস্পতিবার ফরাসি কর্তৃপক্ষ এয়ারলাইন কোম্পানিটির একটি বোয়িং ৭৩৭ বিমান জব্দ করেছে। বরডিউক্স বিমানবন্দর থেকে ১৪৯জন যাত্রী উড্ডয়নের আগে বিমানটি জব্দ করে ফ্রান্সে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
ফরাসি কর্তৃপক্ষ জানায়, বাধ্য হয়ে তাদেরকে এই পদক্ষেপ নিতে হয়েছে।
আর্থিক বিরোধের প্রধান কারণ হচ্ছে, আঞ্চলিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার জন্য ২০০৮ ও ২০০৯ সালে ফরাসি কর্তৃপক্ষ আর্থিক সহযোগিতা দেয় রায়ানএয়ারকে। পরে ইউরোপিয়ান কমিশন এই ভর্তুকিকে অবৈধ ঘোষণা করে।
ফরাসি কর্তৃপক্ষের অর্থের পরিমাণ জানায়নি। তবে আঞ্চলিক বিমানবন্দরের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, মোট অর্থের পরিমাণ ৪ লাখ ৫৭ হাজার ডলার হতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, অর্থ পরিশোধ না করার আগ পর্যন্ত বিমানটি ছাড়া হবে না।
ইউরোপজুড়ে পাইলট ও কেবিন ক্রুদের একাধিক ধর্মঘটের মধ্যেই এই বিপাকে পড়তে হলো রায়ানএয়ারকে। তবে এসব ঘটনায় বেশ কিছু ফ্লাইট বাতিল হলেও অক্টোবরে প্রতিষ্ঠানটি যাত্রী বহন বেড়েছে ১১ শতাংশ।