শুটিং শুরু হয়েছিল ২০১০ সালে। কাজ চলে থমকে থমকে। শেষ হতে লেগেছে দু-বছর। ৮ বছর পর সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় সিনেমাটি। অবশেষে গত সোমবার বিনাকর্তনে ছাড়পত্র পেয়েছে ‘সৌভাগ্য’। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা এফ আই মানিক। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল ও চিত্রনায়িকা মৌসুমী।
মনোয়ার হোসেন ডিপজলের নিজস্ব প্রযোজনা সংস্থা অমিবনি কথাচিত্রের ব্যানারে নির্মিত হয়েছে সৌভাগ্য। এতে আরও অভিনয় করেছেন কাজী মারুফ, তমা মির্জা, নবাগতা তন্দ্রা, আন্না, আনোয়ারা, সুব্রত, মিজু আহমেদ, ডি জে সোহেল প্রমুখ।
২০১৭ সালের অক্টোবরে মুক্তি পায় ডিপজল-মৌসুমী অভিনীত চলচ্চিত্র ‘দুলাভাই জিন্দাবাদ’। ছবিটি পরিচালনা করেন প্রখ্যাত নির্মাতা মনতাজুর রহমান আকবর।




















