দুই বাংলার অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী সাহানা বাজপেয়ী পেলেন দ্য বেঙ্গল’স প্রাইড পুরস্কার। বিট্রিশ পার্লামেন্ট ভবন হাউস অব কমন্সে ৬ জুন তাকে এ সম্মাননা দেওয়া হয়।
বাংলার প্রাইড পুরস্কারটি প্রথমবারের মতো দেওয়া হচ্ছে। এটি যুক্তরাজ্যের বাংলাভাষী প্রবাসীদের অসাধারণ কৃতিত্বকে স্বীকৃতি হিসেবে দেওয়া হয়।
এ পুরস্কারটি প্রদান করেছে এশিয়ান ভয়েস ও গুজরাজ সমাচার নামের পত্রিকা। এগুলো ব্রিটিশ-এশিয়ান কমিউনিটির সবচেয়ে পুরনো সংবাদপত্র ও সাপ্তাহিক পত্রিকা।
নিজের পুরস্কার সম্পর্কে সাহানা বলেন, ‘এমন একটি পুরস্কারের জন্য আমাকে মনোনীত করায় সত্যিই আমি নিজেকে সম্মানিত মনে করছি। আমার এ ক্যারিয়ারের পেছনে প্রত্যেক মানুষের অবদান আছে। তাদের প্রতি ভালোবাসা।’
Posted by Sahana Bajpaie on Wednesday, June 6, 2018