বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক বদরুজ্জামান খসরু আর নেই। বুধবার(১১ জুলাই) সাড়ে ৪ টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ সময় তার বয়স হয়েছিল ৭৪ বছর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাংলা ট্রিবিউন এই তথ্য জানান।
বদরুজ্জামান খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী, সৎ ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ বদরুজ্জামান খসরু তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে নিবেদিত থেকেছেন। সেজন্য দেশবাসী তাকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন উন্নয়নমূলক ও জনহিতকর কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। বদরুজ্জামান খসরু যুবদলের প্রতিষ্ঠাকালীন সদস্য ও কেন্দ্রীয় সহ-সভাপতি ছিলেন।’
বৃহস্পতিবার (১২ জুলাই ) বেলা ১১ টায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এই নামাজে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সব স্তরের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।