গতকাল রাজধানী ঢাকা সহ সারাদেশের বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে দেখা যায় যুক্তরাজ্য প্রবাসী ব্লগার এমডি শাহ আলম মিয়া-এর গ্রেফতার ও নাগরিকত্বের দাবিতে দেয়াল লিখন। এ নিয়ে ব্লগার ও মানবাধিকার কর্মীদের মধ্যে এক ধরনের আতংক লক্ষ্য করা যায়। তবে কে বা কারা এই দেয়াল লিখন করেছে তার খোঁজ মিলেনি এখনও।
উক্ত দেয়াল লিখনে লেখা ছিলঃ “ইসলাম ধর্মের কটুক্তিকারী কুলাঙ্গার ব্লগার এমডি শাহ আলম মিয়া কে অবিলম্বে গ্রেফতার করে নাগরিকত্ব বাতিল কর, করতে হবে।”
তবে এ বিষয়ে খোঁজ নিলেও কে বা কারা সারাদেশে এই দেয়াল লিখন লিখেছে তা নিশ্চিত করে খোঁজ মিলেনি।
তথ্য সূত্রে জানা যায়, এমডি শাহ আলম মিয়া দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। তিনি দীর্ঘদিন যাবত অনলাইনে মানবাধিকার, ধর্ম ও বাংলাদেশের নানা ধরনের সামাজিক সমস্যা তুলে ধরে নিজস্ব ব্লগ, ম্যাগাজিন ও বিভিন্ন অনলাইন প্লাটফর্মে লিখালিখি করছেন। এবং তাঁর এ ধরনের লেখালেখির কারনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও হয়েছে। সম্প্রতি সারাদেশে হেফাজত এ ইসলাম এর সমাবেশ চলাকালীন সময়ে হেফাজত এর কর্মীরা এমডি শাহ আলম মিয়া-এর নাগরিকত্ব বাতিলের দাবিতে স্লোগান দেন।