ইসলাম ধর্মের বিরুদ্ধে কটুক্তি করার অভযোগে গত ৯ অক্টোবর ২০২৩ ইং তারিখে সর্বমোট ১৯ জনের বিরুদ্ধে মৌলভীবাজার ম্যাজিস্ট্রেট আদালতে একটি ধর্ম অবমাননার মামলা হয়েছে। আদালত সূত্রে জানা যায় যে মোঃ আবু বকর সিদ্দিক আজিজ নামে এক হেফাজত কর্মী মৌলভীবাজার আমলী আদালতে এই মামলাটি দায়ের করেন যেখানে মূল আসামী এমডি সাইফুর রহমান নামে একজন লেখককে করা হয়েছে। এই প্রতিবেদকের মাধ্যমে আরো জানা যায় যে, অধার্মিক নামে একটি ম্যাগাজিনে কিছু আর্টিকেলের জন্য এই পুরো ম্যাগাজিনের সকল লেখক, কর্মচারী প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মূল আসামী এমডী সাইফুর রহমানের বিরুদ্ধে এর আগেও ধর্ম অবমানার নানাবিধ অভিযোগ ছিলো বলে বাদী পক্ষ থেকে জানানো হয়।
খোঁজ নিয়ে জানা যায় হেফাজত ইসলামের মৌলভীবাজার শাখার কর্মী মোঃ আবু বকর সিদ্দিক আজিজ এলাকায় একজন অত্যন্ত প্রভাবশালী ব্যাক্তি হিসেবে পরিচিত। অত্র এলাকায় হেফাজতের মৌলভীবাজার শাখার নেতৃত্বে তাকেই সবসময় দেখা যায় বলে আমাদের এই প্রতিবেদক জানান।
অধার্মিক একটি নাস্তিক্যবাদী ম্যাগাজিন যারা তাদের ম্যাগাজিনে ইসলাম ধর্মকে অত্যন্ত তীব্র ভাষায় আক্রমণ করে থাকেন। দীর্ঘ দিন ধরেই তারা ইসলামের বিরুদ্ধে লিপ্ত রয়েছেন বলে জানা যায় এবং এই ব্যাপারে তাদের বিরুদ্ধে একাধিক মাওলাও দায়ের করা হয়েছে বলে আমাদের আদালত প্রতিনিধি জানান। উক্ত আলোচ্য মামলায় মূল আসামীরা হলেনঃ এমডি সাইফুর রহমান, অনুপ চক্রবর্তী, নিলুফার হক, রেহানা আক্তার, সোহাগ শংকরী, সৈয়দা মহসিনা ডালিয়া, নাফিউর রেজওয়ান, এমডি আরিফুল ইসলাম প্রান্ত, তোয়াহা তাশদিক ফিজা, উম্মে ইমন নিশু, শোভন রেজা, জেসিকা রাখি গোমেজ, জেরিন সুলতানা সানরামনি, জয় বিশ্বাস, মুনাওয়ারা মুবাশিরিন, মোস্তফা জামান খান, অতনু রায়, চিন্ময় দেবনাথ ও অরুনাংশু চক্রবর্তী।
এই ব্যাপারে মোঃ আবু বকর সিদ্দিক আজিজের সাথে যোগাযোগ করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযগ করা হলে কোনো কর্মকর্তাই এটি আদালতের বিষয় বলে মন্তব্য করেন।
এই মামলা নিয়ে আদালত পাড়ায় বেশ উত্তেজনা দেখা যায়। শত শত হেফাজতের কর্মীরা এদিন আদালত প্রাঙ্গনে উপস্থিত ছিলেন এবং এই সময়ে নারায়ে তাকবীর স্লগান দিয়ে কিছু গাড়ি ভাংচুরের ঘটনাও ঘটে।